Telegram.com.bd বাংলাদেশর ই-কমার্স কুরিয়ার জগতে সর্ব প্রথম, দ্রুততম ও সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান যেটা ২০১০ সাল থেকে ই-কমার্স ব্যবসায়ীদের পণ্য সমগ্র দেশ ব্যাপি অতি বিশ্বস্ততার সহিত হোম ডেলিভারি করে আসছে।
Telegram.com.bd বাংলাদেশের সকল জেলা, উপজেলায় ও ইউনিয়ন পর্যায়ে আইটি উদ্যোক্তা তৈরি এবং আমাদের সেবা সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে দিতে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক সৎ ,উদ্যোমী জনবল নিয়োগের সিদ্ধান্ত গ্রহন করেছে এর পরিপেক্ষিতে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা ও ইউনিয়ন এর স্থায়ী বাসিন্দাদের কাছ থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। প্রতিটি জেলা,থানা ও ইউনিয়ন থেকে একজন করে সৎ,উদ্যোমী জনবল নিয়োগ দেওয়া হবে।
সুযোগ সুবিধাঃ
নিজ নিজ এলাকায় কাজ করার সুযোগ। মাসিক বেতন ছাড়াও ওয়েলফেয়ার ফান্ড সুবিধা, উৎসব ভাতা, মাসিক ০৪ দিন ছুটি, বাৎসরিক ইনক্রিমেন্ট, যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি, প্রতিমাসের নির্দিষ্ট তারিখের মধ্যে বেতন প্রদান, কার্যক্ষেত্রের প্রশিক্ষণের ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ পদে অতিরিক্ত ভাতা ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা।
পদের নামঃ
০১) পার্সেল ও ডকুমেন্ট ম্যানেজার (বেতন ১২,০০০/- টাকা)
০২) পার্সেল ও ডকুমেন্ট ডেলিভারি ম্যানেজার (বেতন ৯,০০০/- টাকা)
শিক্ষাগত যোগ্যতাঃ এস এস সি /এইচ এস সি বা সমমান।
বয়স সীমাঃ ১৮ থেকে ৪০ বৎসর।
অভিজ্ঞতাঃ কম্পিউটার এবং মোটর-সাইকেল বা বাই-সাইকেল চালানোর অভিজ্ঞতা প্রয়োজন।
আবেদনের শেষসীমাঃ ৩০ জুলাই ২০২০ ইং।
আবেদন প্রক্রিয়াঃআগ্রহী প্রার্থীদেরকে আগামী ৩০/০৯/২০২০ তারিখের মধ্যে সদ্য তােলা পাসপাের্ট সাইজের ছবি, বায়ােডাটা, শিক্ষাগত যােগ্যতার সকল সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্র এর স্ক্যান কপি আমাদের ইমেইলঃ jobs@telegram.com.bd তে প্রেরণের অনুরধ করা হল। এমনকি ডাকযোগে/কুরিয়ার সার্ভিস/সরাসরি আবেদন করা যাবে।
আবেদনের ঠিকানাঃ Telegram Ltd. House#09, Road# 3/F, Sector# 09, Uttara, Dhaka -1230 মোবাইল নাম্বারঃ 01978-851818, 01978-851919